Bangla programming tutorials

Compare Masking SMS and Non Masking SMS? কেন গ্রিনওয়েব এসএমএস সিস্টেম ব্যবহার করবেন ?

Ultimate Battle

Compare Masking SMS and Non Masking SMS? কেন গ্রিনওয়েব এসএমএস সিস্টেম ব্যবহার করবেন ?

 

গতি:

মাস্কিং এসএমএস এর তুলনায় ননমাস্কিং এসএমএস এর গতি কিছুটা বেশী হয়ে থাকে । তবে সাধারন ক্ষেত্রে এটি বোঝা যাবে না, অনেক বেশি পরিমান এসএমএস প্রেরন করলে এটি বোঝা যায় ।

 

নির্ভরযোগ্যতা:

ননমাস্কিং এসএমএস আমরা একটি ফিক্সড নাম্বার থেকে প্রেরন করবো তাই আপনার ইউজার/এসএমএস রিসিভার/গ্রাহক নাম্বারটি দেখে সহজেই বুঝতে পারবে এটি আপনি প্রেরন করেছেন । তাই এটি নির্ভরযোগ্য ।

রিসিভার ফ্রেন্ডলি:

নন মাস্কিং এসএমএস এর প্রধান সুবিধা আপনার রিসিভার এসএমএস এর রিপ্লাই করতে পারবে যা আপনি প্যানেলে দেখতে পারবেন । অনেক সময় যারা ইকমার্স সাইট থেকে এসএমএস প্রেরন করেন তাদের গ্রাহকগন ম্যাসেজের রিপ্লাই প্রেরন করে অনেক রকম তথ্য জানতে চায় । আপনি মাস্কিং/ব্রান্ড নেম ব্যবহার করে এসএমএস করলে আপনার ইউজাররা এটি করতে পারবে না ।

মূল্য:


মাস্কিং/ব্রান্ড এসএমএস কিনতে আপনাকে তুলনামূলকভাবে অনেক বেশী টাকা খরচ করতে হবে ।

কিছু কথা: অনেকে মনে করে সেন্ডার আইডিতে নিজের কোম্পানী নাম ব্যবহার করলে তা রিলায়েবল হয়, এটি ভুল ধারনা কারন চাইলেই অসাধু প্রতিষ্ঠান আপনার আইডি ব্যবহার করে বড় ধরনের ক্ষতি কিংবা ভ্রান্ত তথ্য প্রেরন করতে পারে । আর তা ছাড়াও বর্তমানে খুব কম মানুষই সেন্ডার আইডিকে গুরুত্ব দেয়, ধরুন আপনি পারফিউমের বিজ্ঞাপন দিলেন কিন্তু আমার পারফিউমের প্রয়োজন নেই সেক্ষেত্র্রে আপনি র‌্যান্ডম থেকেই এসএমএস পাঠান আর ব্রান্ড ব্যবহার করে পাঠান কোনো লাভ নেই । মোটকথা ম্যাসেজের বডি ইম্পর্টেন্ট হেডার না, কারন মানুষ বডি পরবে এরপর ম্যাসেজটি ডিলেট করে ফেলবে । তাই যদি অথেনটিক এবং ব্রান্ড প্রোমোট করতে চান তবে মাস্কিং ব্যবহার করতে পারেন অন্যাথায় ননমাস্কিং ভালো ।

 

গ্রিনওয়েব সেরা কারন:

>> রিয়েল টাইম লোড ব্যালেন্সিং সিস্টেম একমাত্র গ্রিনওয়েবই ব্যবহার করে ।

>> টেলিফোন নাম্বার এর বদলে ভার্চুয়্যাল নাম্বার ব্যবহৃত হয় ।

>> স্বয়ংক্রিয় ব্যাকআপ সার্ভার আছে, তাই আপটাইম ১০০% নিশ্চিত করা হয় এবং খুব কম মেইনটেনেন্স এর প্রয়োজন হয় ।

>> নিজস্ব ডেটাসেন্টার এবং ডেটা নিরাপত্তা নিশ্চিত করে

>> এসএমএস ফরওযাডিং সুবিধা একমাত্র গ্রিনওয়েবের অাছে ।

>> অটো রিপ্লাই সুবিধা একমাত্র গ্রিনওয়েবের আছে ।

>> সর্বনিম্ন এসএমএস রেট 

>> প্লাগইন, API এবং টিউটোরিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে ।

>> দক্ষ সাপোর্ট টিম

>> সহজ এবং নির্ভরযোগ্য, যে কেউ মাত্র কয়েক মিনিটে সাইন আপ করে কাজ শুরু করতে পারবেন ।


Share This Post to Keep This Site Alive

Like FanPage: Like Post:

Comments

Ayan

Ayan (2018-04-21 19:06:57)

Great service. Instant sms sent, no late.

Greenweb BD

Greenweb BD (2018-04-27 21:06:25)

Thank you Mr. Ayan for using our service.

BADSHA AL FAYSAL

BADSHA AL FAYSAL (2018-05-31 01:58:45)

Nice Service. I already used for promoting my Business. SMS Instant Send. No late. In a single word it is just AWESOME.

sohel saleh

sohel saleh (2019-08-27 20:13:56)

Great service, no doubt about this but need Yearly package. It is very tough to recharge every month some time forgot. if make offer 10000 sms for 12 month I hope you can reduce price also. thank you for you good job.

Angaria GPS

Angaria GPS (2020-02-17 00:51:07)

এ পর্যন্ত যতগুলো এসএমএস - এর নমুনা দেখেছি তাদের মধ্যে গ্রিনওয়েব এসএমএস সিস্টেম-ই আমার কাছে সেরা মনে হয়েছে।

Al Amin Antor

Al Amin Antor (2022-03-05 01:14:16)

Best service in bd

anamul

anamul (2022-05-29 11:02:39)

good service

Md. Saifullah

Md. Saifullah (2022-07-18 15:51:31)

আমি অনেক দিন থেকে এই সার্ভিসটি ব্যবহার করতেছি। এটি বেস্ট সার্ভিস।

Leave A Feedback


Captch(Enter the number on the below field): 496