Bangla programming tutorials

পিসি কে বানিয়ে ফেলুন ওয়েব সার্ভার পর্ব-১: কি সফটওয়্যার ব্যবহার করবেন?

নিজের পিসিকেও সার্ভার বানিয়ে ব্যবহার করা সম্ভব, এ জন্য কিছু সফটওয়্যারের প্রয়োজন হবে । অাজকে অামরা জানবো কি কি সফটওয়্যার ব্যবহার করতে হবে ।

পিসি কে বানিয়ে ফেলুন ওয়েব সার্ভার পর্ব-১: কি সফটওয়্যার ব্যবহার করবেন?

একটি সার্ভার তৈরির জন্য কি কি লাগবে ?

১. PHP

2. Mysql

3. Web Server Application ( Apache, Ngix etc)

উপরের জিনিস গুলো হলো compulsory অার এর সাথে লাগবে শত শত এক্সটেনশান । শুধু তাই না এগুলোকে ঠিক মতো কনফিগারও করতে হবে । উইন্ডোজে IIS ও ব্যবহার করা যাবে কিন্তু windows এর সিকিউরিটি কম থাকে এবং অনেক কিছু windows এ চালানো সম্ভব না বলে এটি ব্যবহার করে না অনেকেই । যেমন cpanel উ্ইন্ডোজ সার্ভারে ইনস্টল করা সম্ভব না । 

যাইহোক, অাজকে অামরা অ্যাডভান্সড কিছুতে যাবো না, হোম সার্ভার বানাতে হলে কি কি লাগবে তা শিখবো ।  অাপনি নিচের যেকোনো 


Share This Post to Keep This Site Alive

Like FanPage: Like Post:

Comments

No comments to display for this post.

Leave A Feedback


Captch(Enter the number on the below field): 129