Bangla programming tutorials

ওয়ার্ডপ্রেস সাইটে ফ্রি SSL সহ সঠিকভাবে ক্লাউডফ্লেয়ার সেটাপ করার নিয়ম (ভিডিও সহ)

সাইটকে গতিশীল করুন

ওয়ার্ডপ্রেস সাইটে ফ্রি SSL সহ সঠিকভাবে ক্লাউডফ্লেয়ার সেটাপ করার নিয়ম (ভিডিও সহ)

ক্লাউডফ্লেয়ারে প্রথমবার ওয়ার্ডপ্রেস সাইট হোস্ট করা কিছুটা কঠিন আর ঝামেলার মনে হতে পারে, তবে একবার এটি শিখে ফেলতে পারলে তখন আর কঠিন মনে হবে না ।

 

ক্লাউডফ্লেয়ারের সুবিধা:

১. আপনার সাইটকে কয়েক গুন ফাস্ট করবে, ঠিক মত সেটাপ করতে পারলে ১০ গুন পর্যন্তও গতিশীল করা সম্ভব সাইটকে ।

২. সাইটের সিকিউরিটি বৃদ্ধি করবে ।

৩. সার্ভারে লোড কম দিতে সাহায্য করবে ।

আমি মনে করি এটা যেকোনো ভালো সাইটের জন্য একটি compulsory জিনিস । সাইটের ল্যাটেন্সি সহ অনেক কিছু অপটিমাইজ করতে পারে এটি ।

 

কিভাবে সেটাপ করবেন?

সবার প্রথমে ক্লাউডফ্লেয়ারে একটি অ্যাকাউন্ট তৈরী করুন: https://www.cloudflare.com/a/signup এই লিংক থেকে ।

এরপর অ্যাকাউন্ট তৈরী করা হয়ে গেলে পরে, নিচের ধাপ অনুযায়ী কাজগুলো করুন:

১. Wordpress এর এডমিন প্যানেলে লগিন করুন

২. এবার Plugins > Add new plugins থেকে নিচের দুটি প্লাগইনস্ ইনস্টল করুন:

  1. Wordpress https
  2. Cloudflare Flexible SSL

৩. এবার প্লাগইন দুটি কে একটিভ করুন ।

৪. এখন Settings > General সেটিংসে যান  । লিংক: yoursite.com/wp-admin/options-general.php

এবার Site Address (URL) এ আপনার সাইটের এড্রেস https সহ লিখুন আর WordPress Address (URL) এ আপনার সাইটের এড্রেস http:// দিয়ে লিখুন । এটা ভুল করবেন না । নিচের ছবির মতন:

 

৫. এবার cloudflare এ লগিন করুন, এবং Add site এ ক্লিক করে আপনার সাইটের এড্রেস দিন ।

৬. এরপর আপনাকে দুটি নেমসার্ভার দেওয়া হবে যা আপনার ডোমেইন কন্ট্রোল প্যানেলে লগিন করে পরিবর্তন করে নিতে হবে ।

৭. Crypto তে ক্লিক করে flexible ssl সিলেক্ট করুন ।

8. Page rules এ গিয়ে always https রুল সেটাপ করে নিন ভিডিওতে এটি দেখানো হয়েছে ।

 

কোনো সমস্যা হলে নিচের ভিডিওতে পরিপূর্ন সেটাপের টিউটোরিয়াল দেখানো হয়েছে এটা দেখতে পারেন এক্ষেত্রে ।

 

 

অনেক সময় ক্লাউডফ্লেয়ার অন করলে সাইট ভেঙ্গে চুড়ে লোড নিতে পারে এর জন্য স্পিড ট্যাবে ক্লিক করে javascript minify অপশন টা বন্ধ করে দিতে হবে এবং rocket loader অপশন টা বন্ধ রাখতে হবে ।

 

লিখেছেন:

মো: জোবায়ের অালম

ফাউন্ডার, গ্রিনওয়েব বাংলাদেশ ।

 


Share This Post to Keep This Site Alive

Like FanPage: Like Post:

Comments

Nasirul Huda

Nasirul Huda (2018-08-17 21:43:11)

হেল্পফুল এবং নতুনদের জন্য এরকম একটা পোস্ট করার জন্য অপনাকে অনেক ধন্যবাদ। ভাই আমি cloudflare সেটাপ করতে গিয়ে একটা প্রবলেম ফেস করছি যদি অনুগ্রহ করে সমাধানটা জানাতেন তাহলে অনেক উপকৃত হতাম।

Greenweb BD

Greenweb BD (2018-09-30 03:52:10)

@Nasirul Huda অাপনার সমস্যা টি এখানে লিখুন সমাধান করার চেস্টা করা হবে ।

Leave A Feedback


Captch(Enter the number on the below field): 419