Bangla programming tutorials

Freelancing Guideline - নতুন স্বপ্নকে বাস্তবায়নের পথ নির্দেশিকা ।

জানুন এবং জানান

Freelancing Guideline - নতুন স্বপ্নকে বাস্তবায়নের পথ নির্দেশিকা ।

অনলাইনে অনেক ভাবেই অর্থ উপার্জন সম্ভব । তারমধ্যে কিছু পদ্ধতি অাজকে দিবো:

 

ফ্রিল্যান্সিং করে :

 

কাজের বিবরন: এখানে কোনো নির্দিষ্ট ভাবে কাজ দেওয়া নেই । অাপনি অাপনার মেধা এবং যোগ্যতার বলে এখানে কাজ করতে পারবেন । প্রথমে অাপনাকে একটি ফ্রিল্যান্সিং সাইটে অ্যাকাউন্ট বানাতে হবে । এরপর অাপনাকে যে কাজটি করতে হবে তা হলো অাপনার প্রোফাইল পেজটাকে সুন্দর করে সাজানো, সঠিক ইনফো দেওয়া এবং অাপনি যে কাজ গুলো পারেন সে কাজগুলো স্কিলস্ এ অ্যাড করা । প্রোফাইলের কাজ হয়ে গেলে কিছু এক্সাম দিবেন । মোটামোটি সব ফ্র্রিল্যান্সিং সাইটগুলোতে পেইড কিনবা ফ্রিতে এক্সাম দেওয়া যায় । এরপর অাপনি প্রোজেক্ট নিবেন । এটি করতে হলে অাপনাকে বিভিন্ন প্রোজেক্টে গিয়ে বিড করতে হবে । অর্থাৎ কাজটি অাপনি কত টাকায় কত দিনে করবেন এসব বায়ার কে জানাতে হবে । এরপর যদি বাইয়ার কাজটি অাপনাকে দেয় তবে কাজ টি করে পেমেন্ট নিতে পারবেন । অনলাইনে এই পদ্ধতি টাই সবচাইতে নির্ভরযোগ্য পদ্ধতি অর্থ উপার্জনের ।

 

 

 

 

 ট্রিকস্: প্রোফাইল এবং বিড ভালো হলে কাজ পাবেন । প্রথম দিকে কাজ পা্ওয়া মুশকিল হয় এ জন্য একটা কাজ করতে পারেন । একটি বায়ার অ্যাকাউন্ট খুলে তাতে কিছু টাকা অ্যাড করে সেই টাকা দিয়ে একটি প্রোজেক্ট পোস্ট করে অাপনার worker অ্যাকাউন্ট দিয়ে ঐ প্রোজেক্টে কাজ করে রিভিউ নিয়ে নিতে পারেন । 

 

 

কোথায় কাজ পাবেন : নিচের সাইটগুলোতে চেস্টা করুন ।

  1. http://odesk.com/ (বর্তমান সাইট : http://upwork.com/)
  2. http://elance.com/
  3. http://freelancer.com/
  4. http://craigslist.org/
  5. http://guru.com/
  6. http://peopleperhour.com/


পন্য ক্রয় বিক্রয় করে:

 

সহজেই বানিয়ে ফেলতে পারেন অনলাইন স্টোর এবং পছন্দমত জিনিস বিক্রি করতে পারেন । যদি সাইট বানাতে না পারেন তবে ক্লাসিফাইড বিজ্ঞাপনের সাইটে বিজ্ঞাপন দিতে পারেন ।

 

সাইট:

  1. http://bikroy.com/en
  2. http://www.ekhanei.com/
  3. http://www.clickbd.com/
  4. http://www.bdstall.com/

 

মাইক্রোজব এর কাজ করে:

 

 এটি অনেকটা ফ্রিল্যান্সিং এর মত । তবে এখানে কাজ ফিক্সড করা থাকে, বিড করার কোনো ঝামেলা নেই তাই প্রাথমিক পর্যায়ে এখানে কাজ শুরু করতে পারেন । তবে কাজগুলো অনেক ছোট ছোট এবং পেমেন্ট ও কম থাকে 

 

  1. http://www.microworkers.com/
  2. http://www.shorttask.com/
  3. http://www.rapidworkers.com/
  4. http://www.jobboy.com/
  5. http://minijobz.com/

 

 

নিজের ওয়েবসাইটে অ্যাডস দিয়ে : 

 

অাপনার যদি অনেক জনপ্রিয় একটি সাইট থাকে তবে খুব সহজেই তাতে বিভিন্ন কোম্পানী থেকে এডস নিয়ে দিতে পারেন । বর্তমানে ইউটিউব এ বিজ্ঞাপন দিয়েও অনেকে অর্থ উপার্জন করছেন ।

 

ভিসা অ্যাপ্লিকেশনের কাজ করতে পারেন, অনলাইন হোস্টিং বিজনেস কিনবা ওয়েব ডেভেলপমেন্ট এর মতন ব্যবসা করতে পারেন ।

 

 


যে কাজ গুলো করবেন না :

 

১. PTC সাইট বা পেইড টু ক্লিক সাইট এ কাজ করবেন না ।

২. Paid to download কিনবা কোনো MLM সাইটে কাজ করবেন না ।

৩. affiliate marketing এর কাজ করতে পারেন যদি নির্ভরযোগ্য কোম্পানী হয় ।

 

এবং অবশ্যই কাউকে ধোঁকা কিনবা কারো সাথে প্রতারনা করবেন না ।

লিখেছেন:

মো: জোবায়ের অালম,

ফাউন্ডার, গ্রিনওয়েব বাংলাদেশ লিমিটেড ।


Share This Post to Keep This Site Alive

Like FanPage: Like Post:

Comments

No comments to display for this post.

Leave A Feedback


Captch(Enter the number on the below field): 579