পাবলিক ডিএনএস সম্পর্কে জানুন অার বাড়িয়ে ফেলুন ব্রাউজিং স্পিড নিমিষেই !
গতদিন ফেসবুকে একজনের সাথে অনেকক্ষন DNS নিয়ে কথা হয় । তাকে সেদিন যে জিনিস গুলো সম্পর্কে ধারনা দিয়েছিলাম অাজকে তা সম্পর্কেই এখানে গ্রিনওয়েব ব্লগে লিখবো অাশা করি এটা অাপনাদের কে অনেক সাহয্য করবে । স্পেশালি যারা স্লো ইন্টারনেট এর জন্য ব্রাউজিং করে শান্তি পাচ্ছেন না ।
পাবলিক ডিএনএস সার্ভার হলো এমন একটি সার্ভার যেখানে ডেমেইন থেকে অাইপি রিসলভ (ট্রান্সলেট) করা হয় । যারা এটা সম্পর্কে জানেন না তারা অামার লেখা ডোমেইন কি টিউটোরিয়ালটি পড়ুন । এককথায় ডোমেইন ইনপুট করলে তা অাইপি তে কনভার্ট করে রিকোয়েস্ট পাঠায় । যেমন: অাপনি www.greenweb.com.bd তে ঢুকতে চান । ব্রাউজারে এটি ইনপুট দিলেন । এবার ব্রাউজার পাবলিক ডিএনএস সার্ভারে এই ডোমেইনটি সন্ধান করবে যদি পায় ঐখানে এই ডোমেইনের অাইপি টি এন্ট্রি করা অাছে (ক্যাশড) কিংবা এন্ট্রি করা না থাকলে ওখানে অাইপি রিসভ করা হবে । এর পর সার্ভারে ঐ অাইপি ব্যবহার করে যোগাযোগ স্থাপন করবে । না ! অনেক জটিল লাগছে ব্যাপার টা অার টপিক থেকেও সরে যাচ্ছি তাই না ? দরকার নেই অারো ভিতরে ঢুকার তার থেকে কাজের কথায় অাসি ।
DNS কি কি করে?
১. অাইপি রিসলভ করে
২. ম্যালওয়ার/বাজে সাইট ব্লক করতে পারে
৩. প্রতিটা রিকোয়েস্ট কে সিকিউর করতে পারে ।
সাধারনত অাপনার পাবলিক ডিএনএস সার্ভার যদি অাপনার কাছে হয় তবে অাপনি অনেক স্পিড পাবেন । যখন অাপনি ব্রাউজারে কোনো সাইট ভিজিট করেন তখন দেখবেন loading icon একবার anti clock wise ঘুরছে এরপর clock wise ঘুরছে । কেন?
Anti clockwise ঘুরার মানে হলো DNS resolve হচ্ছে, সাইটের সাথে অাপনার ইন্টারনেট সংযোগ স্থাপন হচ্ছে ।
![]()
clockwise ঘুরার মানে হলো DNS resolved হয়ে গেছে, সাইটের কনটেন্ট লোড নিচ্ছে।
![]()
এখন অাপনার ডিএনএস সার্ভার যদি খুব কাছে হয় তবে অাপনি কয়েকগুণ দ্রুত ডাটা রিসলভ করতে পারবেন ফলে ব্রাউজিং স্পিডও অনেকগুন বেশী বেড়ে যাবে । অার এন্টি ক্লক ওয়াইজ কম সময় ঘুরবে ;) যদি পাবলিক ডিএনএস সার্ভার ব্যবহার না করেন তবে সেক্ষেত্রে এটি লোকাল ডিএনএস সার্ভারে অাইপি রিসলভ করবে যা খুবই স্লো । সার্ধারনত সার্ভারের first byte reading time হাই হবার জন্য ক্লাইন্ট এর ডিএনএসই অনেকসময় দ্বায়ী হয় তবে অনেকে ব্যাপারটা সম্পর্কে অবগত না ।
কিভাবে পাবলিক ডিএনএস সেট করবেন?
Windows 7: https://www.youtube.com/watch?v=1PKlQyAezrs
Windows 10: https://www.youtube.com/watch?v=pwxvQBiAM5c
DNS সার্ভারে কি অাইপি ব্যবহার করবেন?
সাধারনত মানুষ গুগল কিংবা ওপেন ডিএনএস সার্ভার ব্যবহার করে যদিও এটা ঠিক না । কারন, গুগল থেকেও অনেক ভালো ডিএনএস সার্ভার অাপনি হয়তোবা খুজলে পাবেন । কিভাবে বুঝবেন ভালো? অাসলে ভালো খারাপ না সবই ভালো কিন্তু কোনটা অাপনার কাছে সেটা বুঝতে হবে অার সেটাই সবথেকে ভালো ।
Command Prompt Open করে যে ডিএনএস সার্ভার টি ব্যবহার করতে চান তার অাইপি দিয়ে ping করুন । পিং রেজাল্টে যেটার ms কম অাসবে সেটাই বেস্ট অাপনার জন্য । যেমন:
( অামি এখন গ্রামিনফোনের ইন্টার নেট ব্যবহার করছি গ্রামে বসে ;) ঢাকাতে যেটা ব্যবহার করি তার latency 4ms )
Google DNS:
Pinging 8.8.8.8 with 32 bytes of data:
Reply from 8.8.8.8: bytes=32 time=154ms TTL=43
Reply from 8.8.8.8: bytes=32 time=152ms TTL=43
Reply from 8.8.8.8: bytes=32 time=151ms TTL=43
Reply from 8.8.8.8: bytes=32 time=150ms TTL=43
Ping statistics for 8.8.8.8:
Packets: Sent = 4, Received = 4, Lost = 0 (0% loss
Approximate round trip times in milli-seconds:
Minimum = 150ms, Maximum = 154ms, Average = 151ms
এখানে গুগলের ডিএনএস সার্ভার 8.8.8.8 এর পিং রেজাল্ট এ average 151ms । যদি এর থেকে কম ms কোনো অাইপি তে পাওয়া যায় এবং প্যাকেট লস না থাকে তবে সেটা বেস্ট হবে অামার জন্য ।
যেমন: mango isp এর পাবলিক DNS
Pinging 114.130.4.3 with 32 bytes of data:
Reply from 114.130.4.3: bytes=32 time=135ms TTL=56
Reply from 114.130.4.3: bytes=32 time=155ms TTL=56
Reply from 114.130.4.3: bytes=32 time=138ms TTL=56
Reply from 114.130.4.3: bytes=32 time=113ms TTL=56
Ping statistics for 114.130.4.3:
Packets: Sent = 4, Received = 4, Lost = 0 (0% los
Approximate round trip times in milli-seconds:
Minimum = 113ms, Maximum = 155ms, Average = 135ms
অাপনারা 124.6.224.4 এটাও ping করে দেখতে পারেন যদি কম পান তবে প্রাইমারিতে ব্যবহার করতে পারবেন ।
এটা গুগল থেকে অামার জন্য ভালো । সাধারনত বাংলাদেশি ডিএনএস সার্ভার ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে । অামার রিকমেন্ডেশান হলো প্রাইমারি তে বাংলাদেশী কোনো অাইএসপির ডিএনএস ব্যবহার করা অার সেকেন্ডারীতে 8.8.8.8 অাইপি ব্যবহার করা । এতে স্পিড এবং স্টাবল কানেকশন পাবেন অনেক ।
কোথায় পাবেন বাংলাদেশী ডিএনএস সার্ভার ?
১. অাপনার অাইএসপি কে জিজ্ঞাসা করুন তারা বেস্ট টা দিবে ।
২. https://public-dns.info/nameserver/bd.html এখানে পাবেন ।
ধন্যবাদ লেখাটি পড়ার জন্য, পড়তে বোড়িং লেগেছে তাইনা ? তাহলে বুঝুন অামার লিখতে কতটা বোড়িং লেগেছে ! ;) যদি এরকম কিছু শেখার ইচ্ছা থাকে তবে অাপনাদের কাজ হবে অামাকে অাগ্রহী করে তোলা তাহলেই অারো বেশী বেশী করে লেখা পাবেন । শেয়ার করুন, মন্তব্য দিন এইতো ! তবে লেখা চুরি করা থেকে বিরত থাকুন যদিও যারা চোর তারা কোনো নীতিবাক্যের ধারেকাছেও যাবেনা । তারা চুরি করবেই ।
লিখেছেন -
মো: জোবায়ের অালম
ফাউন্ডার, গ্রিনওয়েব বাংলাদেশ লিমিটেড ।

Nahid (2017-08-27 17:12:10)
wow!
Bapan Saha (2017-08-27 17:15:58)
Thanks Vaia
Masud (2017-08-27 21:20:09)
bhaiya DNS ki torrent er speed barate help hore?
Greenweb BD (2017-08-28 11:48:57)
না, এটা শুধু মাত্র ব্রাউজিং এর গতি বাড়াবে । এন্টি ক্লকওয়াইজ যে লোডিং টা হয় ব্রাউজারে সেটা অনেক কমিয়ে ফেলতে পারবে । টরেন্টে ভালো স্পিড পেতে দেশী টরেন্ট ব্যবহার করুন যেগুলো BDIX এর অন্তরভুক্ত ।
Rafi (2017-08-28 11:59:01)
Nice post
আবু সাউদাহ (2017-09-06 18:13:47)
এইটা কি শুধু আমার ব্রাউজার এর গতি বাড়াবে নাকি সবার?
মোস্তাকিন হোসেন (2017-09-12 09:34:07)
খুভি সুন্দর হয়েছে। এই বিষয় টা সম্পর্কে এর আগে এক জনের কাছে শুনেছিলাম। তাদের এক ইঞ্জিনিয়ার নাকি ৭ হাজার টাকার বিনিময়ে তাদের ইন্টারনেট ব্যবসা এর সার্ভারের অতি দ্রুত লোড হওয়ার জন্য কি করেছে। এই ডিএনএস এই ভাবে ঠিক করে। তাইলে ৭ হাজার টাকার ইঞ্জিনিয়ার আমিও হয়ে গেলেম। এই পরে যদি ফ্রী ইন্টারনেট নিয়ে আলোচনা করেন অনেক ভাল হয়।
M Sekandur Islam (2017-10-08 14:26:48)
আমি iPhone এর icloud এর DNS Bypassing নিয়ম টা জানতে আগ্রহী মোবাইল জগতে এই কাজ কাউকে কেউ শেখাতে চায় না
NiravAsif (2018-11-05 02:11:35)
চমৎকার ভাবে বর্ণনা করেছেন। সহজভাবেই বুঝতে পেরেছি পুরো সিস্টেমটা। অনেক ধন্যবাদ আপনাকে।
হাসান (2018-09-14 08:13:26)
অনেক কিছু জানতে পারলাম, মানুষের উপকারে আসবে।
Leave A Feedback