Bangla programming tutorials

Wordpress সাইটের স্পিড এবং সিকিউরিটি এর জন্য দরকারী কিছু প্লাগইন !

Wordpress Plugins

Wordpress সাইটের স্পিড এবং সিকিউরিটি এর জন্য দরকারী কিছু প্লাগইন !

Wordpress এর দরকারী কিছু প্লাগইনস্ এর নাম দিচ্ছি, অাশা করা যায়  আপনার সাইটের স্পিড এবং সিকিউরিটি কাজে দিবে ।

 

স্পিড বাড়াতে নিচের প্লাগইনগুলো ব্যবহার করুন:

১. Lazy Load:

Link: https://wordpress.org/plugins/lazy-load/

 

এটি ব্যবহার করলে সাইটের লোডিং টাইম অনেক কমে যাবে এবং সাইট অনেক দ্রুত লোড নিবে । এর কাজ হলো সাইট এর ইমেইজ গুলো কে পরে লোড করা অাগে কন্টেন্ট লোড করা ।

2. Smush Image Compression and Optimization

Link: https://wordpress.org/plugins/wp-smushit/

অামার অনেক পছন্দের একটি প্লাগইন এটি । এটি ব্যবহার করলে সাইটের সকল ইমেইজ অাপলোড এর পর অটো কম্প্রেস হবে এবং ছবির গুনাগুনও তেমন নস্ট হবে না, অসাধারন একটি প্লাগইন ।

৩. Better WordPress Minify

Link: https://wordpress.org/plugins/bwp-minify/

সাইটের js এবং css ফাইল অটো কম্প্রেস করবে ফলে সাইট কয়েকগুণ বেশী দ্রুত লোড নিবে ।

4. WP Super Cache

Link: https://wordpress.org/plugins/wp-super-cache/

এটি সাইটের স্ট্যাটিক ফাইল কে cache করে রাখবে মানে ভিজিটরের ব্রাউজারে সেভ করে রাখবে ফলে বারবার পেজ রিলোডে স্ট্যাটিক ফাইল রিডাউনলোড হবে না সাইটও অনেক ফাস্ট লোড নিবে ।

 

SEO:

SEO এর জন্য অামি Yoast SEO প্লাগইন রিকমেন্ড করি তবে এটা কনফিগারেশন ঠিক মত করা কিছুটা জটিল মনে হতে পারে এক্ষেত্রে alternative হিসাবে SEO Ultimate ব্যবহার করতে পারেন ।

 

Security:

1. Ithemes security

Link: https://wordpress.org/plugins/better-wp-security/

এটা ব্যবহার করবেন, এর tweak গুলো ঠিক মত করতে পারলেই হবে । wordpress সাইট সাধারনত হ্যাক হয় সার্ভার জনীত সমস্যা কিংবা অাজে বাজে প্লাগইন / থিম ব্যবহারের কারনে । যে প্লাগইন ব্যবহার করতেছেন প্রথমে দেখে নিন সেটা কতটা নিরাপদ । এরপর কোড নিজে চেক করুন encrypted কিছু অাছে কিনা থাকলে ব্যবহার করবেন না ।

2. Wordfense

এছাড়া বেশী গুরুত্বপূর্ন সাইট হলে গ্রিনওয়েবের বাল্ক এসএমএস প্লাগইন ব্যবহার করুন । মাসে ২০০ টাকা দিয়ে ১০০০ এসএমএস কেনা যাবে, অার বেনিফিট হিসাবে লগিন ভেরিফিকেশন, 2way authorization system, লগিন নোটিফিকেশন সহ বিভিন্ন অাপডেট এসএমএস এ পেতে পারবেন ।

বিস্তারিত: https://bdbulksms.net/

ব্যাকঅাপের জন্য UpdraftPlus ব্যবহার করতে পারেন অার সাইট মাইগ্রেট করতে duplicator প্লাগইন ব্যবহার করুন ।

লিংক: duplicator : https://wordpress.org/plugins/duplicator/

এছাড়া wp-config.php এর কন্টেন্টগুলো fopo.com.ar সাইট থেকে encrypt করে ব্যবহার করুন ।

 

এছাড়াও cloudflare অথবা jetpack ব্যবহার করতে পারেন । এ দুটিই অনেক দরকারী ।

 

ধন্যবাদ সবাইকে

লিখেছেন

জোবায়ের অালম

ফাউন্ডার, গ্রিনওয়েব ।

 

 

 


Share This Post to Keep This Site Alive

Like FanPage: Like Post:

Comments

No comments to display for this post.

Leave A Feedback


Captch(Enter the number on the below field): 561