Windows এ রিডানডেন্ট নেটওয়ার্ক তৈরী Primary Ethernet and Failover Wifi পার্ট ২
গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কিভাবে দুটি WIFI সংযোগ ব্যবহার করে বাসা অথবা অফিসে রিডানডেন্ট ইন্টারনেট সেট করবেন তা । আজকে আমরা দেখবো কিভাবে Ethernet এবং WIFI এর মধ্যে একই কাজটি করানো সম্ভব তা ।
ধরুন আপনার বাসার কম্পিউটারে অথবা অফিসে কম্পিউটারে ল্যান ক্যাবল দিয়ে রাউটার হতে ইন্টারনেট সংযোগ দেওয়া আছে এবং আরো একটি অতিরিক্ত WIFI ইন্টারনেট লাইন আছে । এক্ষেত্রে আপনি চান যে প্রাইমারি ভাবে আপনার ইথারনেট টি ব্যবহার হবে এবং যখন ইথারনেট থাকবে না তখন অটো WIFI তে কানেক্ট হবে ।