Category: Web Server
হোস্টিং সার্ভারে Symlink Protection দিন: চেক করে দেখুন অাপনার সার্ভার সিমলিংক অ্যাটাক থেকে নিরাপদ কিনা ।
প্রতিদিন বাংলাদেশে শত শত সাইট হ্যাক হয় প্রশ্ন উঠে এর সব সাইটই কি দুর্বল সিকিউরিটি এর জন্য হ্যাক হয় ? না জরিপ করলে দেখতে পাবেন যে ৭০% সাইট হ্যাক সার্ভার নিরাপদ না বলে, যারা zone-h সম্পর্কে জানেন না তাদেরকে বলছি এটি একটি ওয়েবসাইট যেখানে হ্যাকাররা তাদের হ্যাকিং এর রেকর্ড প্রমান হিসাবে রেখে দেয় । তো, এই সাইট কে যদি অামরা analysis করি তবে দেখুন প্রথম পেজের প্রায়সব গুলোতেই M শব্দটি অাছে এর মানে হচ্ছে ম্যাস ডিফেস করা হয়েছে । অর্থাৎ সার্ভারে থাকা যে কোনো একটি সাইটকে হ্যাক করা হয় প্রথমে এরপর সিমলিংক কিংবা রুট করে বাকি সব সাইটকে কয়েক সেকেন্ডের মধ্যে ডিফেস দিয়ে ফেলা হয় । এক্ষেত্রে যদি অাপনার সাইট নিরাপদও হয় তবুও ডিফেস হতে পারে । সাধারনত হ্যাকার রা কোনো সাইট হ্যাক করার পর সর্বপ্রথম ট্রাই করে সার্ভারে সিমলিংক করার ।
2017-09-11 14:44:00